Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

রাজনীতি

জিএম কাদের দল পরিচালনা করেন স্বৈরতান্ত্রিক কায়দায়

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 8:42 AM

Picture of the author

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সারাক্ষণ মুখে গণতন্ত্রের কথা বলেন, কিন্তু নিজে দল পরিচালনা করেন স্বৈরতান্ত্রিক কায়দায়। তিনি নিজেকে দাবি করেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা। কিন্তু দলের নেতা-কর্মীদের সামান্য মতামতের মূল্য তাঁর কাছে না থাকলেও তিনি নিজের স্ত্রীর মতামতকে প্রাধান্য দেন।


গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এটা ছিল জাতীয় পার্টির যৌথ সভা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন এম এ রাজ্জাক খান। তাঁর পরিচয়ে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক লেখা হয়েছে।


জাপা চেয়ারম্যান জি এম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর গত বুধবার অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ। আদালতের এ আদেশের পর সংশ্লিষ্ট নেতারা বলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এখন পর্যন্ত যাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, তা আইনিভাবে বৈধ নয়। ফলে তিনি সম্প্রতি দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কেন্দ্রীয় নেতা সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম, নাজমা আকতার, মোস্তফা আল মাহমুদ, দপ্তর সম্পাদক রাজ্জাক খানসহ যে ১১ জন নেতাকে অব্যাহতি দিয়েছিলেন, তাঁরা স্বপদে বহাল রইলেন।


রাজ্জাক খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজির মহোৎসব চলছে। এর মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। দেশের সাধারণ মানুষ আজ দিশাহারা। মানুষের জানমালের নিরাপত্তা নেই। সাধারণ মানুষকে আশা-ভরসা দেওয়ার মতো রাজনৈতিক দল একমাত্র জাতীয় পার্টি। তাঁরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য করে জাতীয় পার্টিকে পরিচালিত করবেন। তাঁরা কোনো একক নেতৃত্বে বিশ্বাসী নন। আগামী দিনে এইচ এম এরশাদের জাতীয় পার্টি পরিচালিত হবে যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে, যেখানে থাকবে তৃণমূলের মতামতের প্রাধান্য।


    জনপ্রিয়

    সর্বশেষ