বিনোদন
24 Bangladesh
৯ জুলাই, ২০২৫ | 8:04 AM
‘খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়’– লালনের এই গান শুনলে যে শিল্পীর ছবি মানসপটে ভেসে ওঠে, তিনি ফরিদা পারভীন। সেই শিল্পীকে শ্বাস-প্রশ্বাস নিতে এখন অক্সিজেনের সহায়তা নিতে হচ্ছে। তিনি অসুস্থ। আছেন রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
গতকাল মঙ্গলবার দুপুরে আইসিইউর সামনে গেলে দূর থেকে দেখা গেল তাঁকে। ইশারা দিয়ে কী যেন বলার চেষ্টা করছেন। বাইরে উদ্বিগ্ন তাঁর ছেলে। অপেক্ষা করছেন, কখন চিকিৎসক বের হবেন। শোনাবেন আশার বাণী।
আইসিইউর সামনেই কথা হয় ফরিদাপুত্র ইমাম জাফর নোমানীর সঙ্গে। বললেন, মায়ের অবস্থা গতকালের চেয়ে একটু ভালো। তবে শরীর বেশ দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।
গতকাল বিকেলে হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার শিমুল চন্দ্র নাথ বলেন, ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। সঙ্গে ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা আছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। এখনও তিনি বিপদমুক্ত নন। তবে সকালে ফরিদা পারভীন নিজে নিজে তাকিয়েছেন। হাত-পা নাড়াচ্ছেন। আরেকটু উন্নতি হলে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।
দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলেও ফরিদা পারভীনের পরিচিতি গড়ে ওঠে লালনসংগীতের শিল্পী হিসেবে। সংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পেয়েছেন ফরিদা পারভীন। জাপান সরকার তাঁকে সম্মানিত করে কুফুওয়া এশিয়ান কালচারাল পদক দিয়ে।