বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

‘প্রজাপতি ২’ এর ইঙ্গিত দিলেন দেব

Picture of the author

24 Bangladesh

২৫ জুন, ২০২৫ | 10:43 AM

Picture of the author

এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি ‘প্রজাপতি টু’-তে দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারব না। এখনই এই নিয়ে কথা বলা সম্ভব নয়।’ উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বড়দিনে অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেবের এই ত্রয়ী বক্স অফিসে একের পর এক ম্যাজিক দেখিয়ে আসছে। বড়দিনের মৌসুমে তাদের ছবি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

বাবা-ছেলের মধুর সম্পর্কের গল্পে সিনেমা প্রজাপতি। অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমা জগতের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং দেব। সিনেমার সাফল্যে এবং ভক্তজনপ্রিয়তায় এবার আসছে সিনেমার ২য় কিস্তি।


ওপার বাংলার অভিনেতা দেবের সিনেমা ‘প্রজাপতি’র সাফল্যের পর এবার আসছে ‘প্রজাপতি টু’। মঙ্গলবার (২৪ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে এই সুখবরটি নিজেই জানিয়েছেন প্রযোজক-অভিনেতা দেব।

ছবিতে তার সঙ্গে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী। ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘প্রজাপতি টু’।

এই ত্রয়ীর সম্মিলিত প্রয়াসে আবারও নতুন ম্যাজিক দেখতে পাবে দর্শক, এমনটাই আশা করা হচ্ছে।

জানা গেছে, আগামী জুলাই মাস থেকেই শুরু হতে পারে 'প্রজাপতি টু' ছবির শুটিং।

প্রজাপতি’ ছবিতে দেব ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ওপর আস্থা রেখেছিলেন এবং তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার 'প্রজাপতি টু'-তে কি দেব আবারও ছোটপর্দাকেই বেছে নেবেন? এই প্রশ্ন দীর্ঘদিন ধরে অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছিল।

এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ীকুণ্ডু নাকি ‘প্রজাপতি টু’-তে দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন।এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন,

‘আমি এখনই কিছু বলতে পারব না। এখনই এই নিয়ে কথা বলা সম্ভব নয়।’

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বড়দিনে অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেবের এই ত্রয়ী বক্স অফিসে একের পর এক ম্যাজিক দেখিয়ে আসছে। বড়দিনের মৌসুমে তাদের ছবি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।



    জনপ্রিয়

    সর্বশেষ