Logo
বুধবার, ১৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 30, 2025
বুধবার, ১৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 30, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৯

Picture of the author

24 Bangladesh

২১ জুলাই, ২০২৫ | 11:12 AM

Picture of the author

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ফায়ার সার্ভিসে ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এই তথ্য জানিয়েছেন।

এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত ৭০ জন প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছে।


এছাড়া, জাতীয় বার্ণ ইউনিটে ৪৮ জন ভর্তি আছে বলে জানা গেছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।


জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।

    জনপ্রিয়

    সর্বশেষ