মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা স্থগিত

Picture of the author

24 Bangladesh

২১ জুলাই, ২০২৫ | 11:52 AM

Picture of the author

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমানবাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সোমবার পররাষ্ট্র সেবা একাডেমিতে চলমান দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে।


কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা ককমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।তিনি আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।জাতীয় সংহতি ও মানবিকতার জায়গা থেকে সব রাজনৈতিক দল ও দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ান।


শোক জানাতে কমিশনের সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং অংশগ্রহণকারীরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দ্বিতীয় দফার আলোচনা সাময়িকভাবে স্থগিত করা হয়

আগামীকাল মঙ্গলবার সকালে আলোচনা পুনরায় শুরু হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।



েছে।া করেন।



রা হয়। 

    জনপ্রিয়

    সর্বশেষ