বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ইরানে আরও হামলার হুমকি ট্রাম্পের

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 5:40 AM

Picture of the author

শান্তি স্থাপন না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটিতে আরও লক্ষ্যবস্তু বাকি রয়েছে।

শান্তি স্থাপন না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটিতে আরও লক্ষ্যবস্তু বাকি রয়েছে।রোববার (২২ জুন) জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও ভয়াবহ হবে।

ট্রাম্প আরও বলেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। আজ রাতের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বৈধ। যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা সেই অন্য লক্ষ্যবস্তুগুলোতেও আঘাত করব নিখুঁতভাবে, দ্রুত এবং দক্ষতার সঙ্গে।


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি নেতানিয়াহুকে অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যেমনটি সম্ভবত এর আগে কখনো কেউ করেনি। আমরা ইসরাইলের জন্য ভয়াবহ হুমকি মুছে ফেলার পথে অনেক দূর এগিয়েছি।

ট্রাম্প ইরানের ওপর হামলাকে ‘চমৎকার সামরিক সাফল্য’ উল্লেখ করে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা বন্ধ করা এবং সন্ত্রাসবাদের প্রধান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক দেশ হিসেবে ইরান যে পারমাণবিক হুমকি সৃষ্টি করছে, তা থামানো। আমি বিশ্বের সামনে জানাতে পারি আজ রাতের হামলা ছিল এক চমৎকার সামরিক সাফল্য।




    জনপ্রিয়

    সর্বশেষ