সোমবার, ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 21, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

শিলং থেকে আসছে কক্সবাজারের নব্য গডফাদার

Picture of the author

24 Bangladesh

১৯ জুলাই, ২০২৫ | 10:40 AM

Picture of the author

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারের গডফাদার হিসেবে অভিহিত করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।


শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামীলীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলো এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা জমি দখল করছে। চাঁদাবাজি করছে।


নাম না বললাম এমন উক্তি করে নাসির উদ্দীন বলেন, আবার নাকি সে সংস্কার বুঝেনা। কক্সবাজারের জনতা এধরণের সংস্কার বিরোধী, যে পিআর বুঝেনা, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।

এসময় নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বুঝে আর কে পিআর বুঝে না এইজন্য সংস্কার আটকে থাকবে না। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি জুলাই সনদ আমরা আদায় করবোই।


শহীদের নামে স্লোগান দিয়ে সমাবেশ করার আগে নাহিদ বলেন, মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আর কোন গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না।

এতে এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন বক্তব্য দেন।


"দেশ গড়তে জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে এনসিপির ১৯তম দিনের এ কর্মসূচি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। বেলা পৌনে একটার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয় জুলাই পদযাত্রা।

পদযাত্রাটি কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। এনসিপির এই পদযাত্রাকে ঘিরে জেলার এনসিপি নেতৃবৃন্দের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরী হয় এবং কক্সবাজারে ব্যপক নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়।


কক্সবাজারের জুলাই পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দ বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে রামু, ঈদগাঁও ও চকরিয়াতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




    জনপ্রিয়

    সর্বশেষ