শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

২৪ জুলাই, ২০২৫ | 11:50 AM

Picture of the author

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশনে বাংলাদেশ টস জিতেছে। তারা বোলিং নিয়েছে। পাকিস্তান প্রথমে ব্যাটিং করবে।


বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।


পাকিস্তান: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।


চলতি বছর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই মাসের ব্যবধানে বাংলাদেশের সামনে সেই বদলা নেওয়ার সুযোগ। এক ম্যাচ হাতে রেখেই লিটনরা টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।


    জনপ্রিয়

    সর্বশেষ