বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 9:51 AM

Picture of the author

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়ে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়ে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


সোমবার (২৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রাবেয়া খাতুন নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা। আর আব্দুল আউয়াল নোয়াখালী জেলার হলেও বসবাস করতেন চট্টগ্রাম শহরেই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুজনেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষা করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন নগরীর বাসিন্দা।

সবশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এর মধ্যে ৬৯ জন নগরবাসী। আর মৃত্যুবরণ করেছেন ছয়জন—তিনজন নগরীর ও তিনজন বিভিন্ন উপজেলার






    জনপ্রিয়

    সর্বশেষ