বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

প্রবাস

সিলেট হার্ট ফাউন্ডেশনে সহায়তায় লন্ডনে মতবিনিময় সভা

Picture of the author

24 Bangladesh

১১ জুলাই, ২০২৫ | 8:40 AM

Picture of the author

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জন্য সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ মেশিন কেনায় সহযোগিতা চেয়ে যুক্তরাজ্যের প্রবাসীদের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা আয়োজিত হয়েছে। 


গত ৭ জুলাই লন্ডনের ব্যাকসলি মহারাজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ‘ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন, যুক্তরাজ্য’। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মনসুর আহমদ খান


হার্টের রোগীদের বিশেষ কাজে ব্যবহার হওয়ার দুটি মেশিন কিনতে সবার আর্থিক সহযোগিতা কামনা করেছেন আহমেদ উস সমাদ চৌধুরী।


সভায় বক্তব্য দেন, সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাহ জামাল ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী ও চিকিৎসক ড. আলাউদ্দিন।

এছাড়াও সভায় বক্তব্য দেন, উপদেষ্টা, এম শামসুদ্দিন, এম এ মুনিম ওবিই। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজসেবী খছরু খান, আব্দুল মুকিত চৌধুরী, এনামুর রহমান, জাকির চৌধুরী, সাইফুল ইসলাম, নাসির আহমেদ, আব্দুল নূর, শেরওয়ান কামালি, কামাল আহমেদ ও ইউনুস আলী, টিপু চৌধুরী, শাহ মোস্তাকিম, এমএ সাত্তার নূর।

সভায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশিক চৌধুরী, মো. আব্দাল মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাম রব্বানী আহাদ রুহি, ডাক্তার সাঈদ মাসুক আহমদ, মোহাম্মদ অহিদ উদ্দিন, রেজাউল করিম মৃধা, মতিউর রহমান খোকন, মুহি আহাদ, রফিকুল হায়দার, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, কামরুজ্জামান ইসহাক জিতু, আব্দুল মোহিত চৌধুরী।

বক্তারা বলেন, বাংলাদেশে হার্টের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সিলেট শহরে অবস্থিত হার্ট ফাউন্ডেশন প্রতিদিন বহু মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে। কিন্তু কিছু মেশিন না থাকায় জটিল রোগীদের ঢাকায় প্রেরণ করতে হয়। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ দুটি গুরুত্বপূর্ণ মেশিন কেনার পরিকল্পনা হাতে নিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ রোগীদের জরুরি ভিত্তিতে দুটি মেশিন ক্রয়ে আর্থিক সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সভায় উপস্থিত অনেকে পার্মানেন্ট ডোনার ও সদস্যপদ গ্রহণ করেন। তাৎক্ষণিকভাবে প্রায় ৩০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এ ধরনের সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।



    জনপ্রিয়

    সর্বশেষ