Logo
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
শনিবার, ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 2, 2025
আজকের শিরোনাম:

জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি কূটনৈতিক বিজয়

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 4:44 AM

Picture of the author

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় সফল চুক্তি সম্পাদনের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একে কূটনৈতিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আলোচনায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিনিধিদের অসাধারণ কৌশলগত দক্ষতা ও প্রতিশ্রুতির জন্য অভিনন্দন জানাশুক্রবার (১ আগষ্ট) সকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির পর প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারি মাস থেকে নিরলসভাবে কাজ করে যাওয়া এই টিম শুল্ক, অশুল্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল বিষয়গুলোর মধ্য দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে আলোচনা চালিয়ে গেছে। আলোচনার মাধ্যমে অর্জিত চুক্তি বাংলাদেশের পণ্যের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ রাখবে এবং যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে প্রবেশাধিকারে নতুন দ্বার উন্মোচন করবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন. বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া সব পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এখন ১৫ শতাংশ শুল্ক কমানো হলো। চুক্তির আওতায় শুল্কহার ২০ শতাংশ কমানো হয়েছে, যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম। এই অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছতিনি বলেন, এই অর্জন শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান অবস্থানকে দৃঢ় করে না, বরং দেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ, দ্রুত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির সম্ভাবনা তৈরি করে। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার একটি শক্তিশালী প্রতিফলন।


উল্লেখ্য, গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।


ে।




ন।

    জনপ্রিয়

    সর্বশেষ