Logo
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
আজকের শিরোনাম:

বিনোদন

মুশফিকুল ফজল আনসারীর কথায় বিটিভিতে থিম সং

Picture of the author

24 Bangladesh

৪ আগস্ট, ২০২৫ | 2:12 PM

Picture of the author

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান লিখেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। স্বৈরাচার পতনের বছরপূর্তি উপলক্ষে তিনি কোরাসধর্মী এ গানটি লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের জন্য।


এটি থিম সং হিসেবে আগামীকাল মঙ্গলবার বিটিভিতে প্রচারিত হবে। আর এ থিম সংয়ের সুর ও সংগীতায়োজন করেছেন দেশের বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু।


জানা গেছে, ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গত ৩০ জুলাই রেকর্ডিং হয়। এতে কণ্ঠ দেন সাব্বির জামান, শাহনাজ রহমান স্বীকৃতি, মোহাম্মাদ রাশেদুদ্দিন, স্বপ্নিল রাজিব, রাবেয়া সেতু এবং তাবাসসুম প্রিয়াঙ্কা।


বরেণ্য সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর সুরে ‘জাগো বাংলাদেশের নতুন সূর্য হাসে’ শিরোনামের থিম সংটি গেয়ে উচ্ছ্বসিত কণ্ঠশিল্পীরা। তারা বলছেন, নতুন এক যাত্রার সঙ্গী হতে পেরে ভালো লাগছে।


ফোয়াদ নাসের বাবু বলেন, চমৎকার কথার ওপর গানটি সাজানো। দুঃশাসন পরবর্তী সময়ের পরিবর্তনের মাধ্যমে নতুন সূর্যোদয়ের আহ্বান জানানো হয়েছে গানে। গানটি কোরাসধর্মী, নবীনরাও গেয়েছেন দারুণ। বিটিভির জেনারেল ম্যানেজার নুরুল আজমের সার্বিক তত্ত্বাবধানে থিম সংয়ের প্রযোজনা করেছেন মনির হাসান আর সমন্বয় করেছেন আহমেদ তেপান্তর।


    জনপ্রিয়

    সর্বশেষ