বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

ধর্ম

রাশিয়ার মুসলিম তরুণদের নিয়ে আজান প্রতিযোগিতা

Picture of the author

24 Bangladesh

২২ জুন, ২০২৫ | 10:50 AM

Picture of the author

রাশিয়ার তাতারস্তানের উলিয়ানোভস্ক অঞ্চলে মুসলিম তরুণদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী আজান প্রতিযোগিতা। মে ও জুন মাসজুড়ে চলা এই আয়োজনে সহায়তা করছে উলিয়ানোভস্ক আঞ্চলিক প্রশাসন এবং একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন।

রাশিয়ার তাতারস্তানের উলিয়ানোভস্ক অঞ্চলে মুসলিম তরুণদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী আজান প্রতিযোগিতা। মে ও জুন মাসজুড়ে চলা এই আয়োজনে সহায়তা করছে উলিয়ানোভস্ক আঞ্চলিক প্রশাসন এবং একাধিক ধর্মীয় ও সামাজিপ্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো- তাতার ঐতিহ্যের ‘মাকাম’ অনুযায়ী আজানের সুর, ধ্বনি ও রীতি পুনরুজ্জীবিত করা, মসজিদগুলোতে আজানের মান উন্নত করা এবং তরুণসমাজে ইসলামি সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওযআয়োজক কমিটি ১৫ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের অংশগ্রহণের সুযোগ দিয়েছ১৫-১৭ বছর বয়সীদের জন্য একটি আলাদা বিভাগ রাখা হয়েছে এবং ১৮ থেকে ৬০ বছর বয়সীদের প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পবিত্র উমরা সফরের সুযোগ রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১ জুন। প্রাথমিক ধাপে ২ থেকে ৮ জুন টেলিগ্রাম প্ল্যাটফর্মে অনলাইন শিক্ষামূলক কোর্স চালু করা হয়, যেখানে ‘তাতার আজান স্কুল’-এর শিক্ষকরা আজানের সুর ও রীতি নিয়ে পাঠদান করেন। এরপর আবেদনকারীদের পারফরম্যান্স মূল্যায়ন করেন একদল ধর্মীয় ব্যক্তিত্ব ও আজান চূড়ান্ত পর্ব ২২ জুন উলিয়ানোভস্কে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচিতে থাকবে আজান প্রতিযোগিতা, বিভিন্ন অঞ্চলের মুয়াজ্জিনদের সমাবেশ, ‘তাতার আজানের’ বৈশিষ্ট্য নিয়ে গোলটেবিল আলোচনা এবং একটি বিশেষ আজান নির্দেশিকা উপস্থাপনা। প্রতিযোগিতা শেষে মূল বিভাগের বিজয়ীরা উমরা পালনের সুযোগ পাবে। কিশোর বিভাগে বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরসপ্রতিটি চূড়ান্ত প্রতিযোগী পাবে কোর্স সমাপ্তির সার্টিফিকেট ও একটি সম্মানসূচক স্মারক। এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, বরং এটি রাশিয়ার মুসলিম তরুণসমাজে ইসলামি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার নবজাগরণ ঘটানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন আয়োজক ও বিশ্লেষকরা। এ ছাড়া এটি ইসলামি ঐতিহ্য, আধ্যাত্মিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মে ধর্মীয় চেতনা জাগ্রত করার এক অনন্য উদ্যোগ।





্কার।

বিশেষজ্ঞ।


ে।

়া।

ক সংগঠন।

    জনপ্রিয়

    সর্বশেষ