খেলা
24 Bangladesh
৩ আগস্ট, ২০২৫ | 12:03 PM
তারুণ্যের উৎসব ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী-জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ২৬৬ নম্বর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন মো. আলী রবিন ও আফসানা নাসরিন।
পুরুষ এককে আলী রবিন চ্যাম্পিয়ন। রানার্স আপ হয়েছেন মো. হেমায়েত মোল্লা এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. সালাহ উদ্দিন কাইজার। নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন আফসানা নাসরিন, রানার্স আপ হয়েছেন ফারজানা বানু শিল্পী এবং তৃতীয় স্থান লাভ করেন শামসুন্নাহার মাকসুদা।
বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ট্রফি, সার্টিফিকেট এবং নগদ পুরস্কার হিসেবে প্রাইজবন্ড। চ্যাম্পিয়নরা পেয়েছেন ১০,০০০ টাকার প্রাইজবন্ড, রানার্স আপ পেয়েছেন ৭,০০০ টাকা এবং তৃতীয় স্থানধারীরা পেয়েছেন ৫,০০০ টাকার প্রাইজবন্ড।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও সরকারের যুগ্মসচিব এ.এফ.এম. এহতেশামুল হক (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোঃ হাসান। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কে.জি. হুমায়ুন কবির, নাজমুল হাসান সুমন, যুগ্ম সম্পাদক মানঞ্জুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্য এসএম শাহজাহান চৌধুরী, জাফরুল আহসান বাবুল, মাহফুজুর রহমান সরকার, জেডএম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিসসহসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
৮০ জনেরও বেশি খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট চলাকালে অংশগ্রহণকারীদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা করে ফেডারেশন।