বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

জাতীয়

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া মারা গেছেন

Picture of the author

24 Bangladesh

২৮ জুন, ২০২৫ | 10:06 AM

Picture of the author

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তিন হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তিন হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু মিয়া (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।


স্থানীয় জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর বিষয়টি নিশ্চিত করেছেন।


 তিনি জানান, মনু মিয়া প্রায় ৫০ বছর ধরে তিন হাজারের বেশি কবর খোঁড়ার কাজ করেছেন। বিনিময়ে কখনো কিছু নেননি। এমনকি মৃতের বাড়িতে এক গ্লাস পানিও খেতেন না তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে মনু মিয়ার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তার মৃত্যুতে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার তার ফেসবুকে লেখেন, ‘মনু কাকা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন তিনি ঢাকায় ছিলেন। ৩ দিন আগে তিনি বাড়ি ফিরেছেন। বলছিলেন আগের চেয়ে বেশ সুস্থ আছেন। তার সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা আল্লাহ কবুল করেছেন। সুস্থ থেকেই তিনি আল্লাহর ডাকে ফিরতে চেয়েছিলেন এই দোয়াও চাইতেন বলতেন। হয়তো নিজের জন্মস্থান থেকেই তাকে ডেকে নেবেন এই চেয়েছেন আল্লাহ। তার মহৎ কর্মের ফলস্বরূপ আল্লাহ নিশ্চয়ই তাকে তার স্বপ্নের ঘোড়া উপহার দেবেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। সবাই মনু কাকার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে শান্তিতে রাখুন। আমিন’। 


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারেরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে। এই কাজের জন্য তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। বয়সের ভারে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে গত ১৪ মে থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই অসুস্থতার মাঝেই তার একমাত্র সঙ্গী ঘোড়াটিকেও মেরে ফেলে দুর্বৃত্তরা। গত ২৫ জুন চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে যান।


  

কিশোরগঞ্জ ছাড়াও ঢাকা, সিলেট, সুনামগঞ্জসহ দে‌শের বি‌ভিন্ন স্থানে গি‌য়ে কবর খুঁড়ে‌ছেন তি‌নি। তার ডায়েরিতে লিখে রাখা হিসাব মতে এ পর্যন্ত ৩ হাজার ৫৭ জনের কবর খুঁড়েছেন মনু মিয়া। এর মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রপ‌তি জিল্লুর রহমান, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ বিশিষ্টজনদের কবর।  



    জনপ্রিয়

    সর্বশেষ