বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

শ্রীলঙ্কা সিরিজ জয়ী দল নিয়েই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

Picture of the author

24 Bangladesh

১৭ জুলাই, ২০২৫ | 1:18 PM

Picture of the author

আগামী ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তিন ম্যাচের এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ দল কোনও পরিবর্তন আনেনি। শ্রীলঙ্কায় যে দল নিয়ে ২-১ এ সিরিজ জিতেছে, তাদেরকে রেখে পাকিস্তান বধের মিশন শুরু করবে স্বাগতিকরা।


প্রথম ম্যাচের মতো ২২ ও ২৪ জুলাই সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টিও হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।


বৃহস্পতিবার কলম্বোতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ওই দিনেই ঢাকায় পা রাখেন লিটন দাসরা।


প্রথম বাংলাদেশ অধিনায়ক হিসেবে লিটন দেশের বাইরে দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতলেন। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে তারা ৩-০ তে সিরিজ জেতে।


বাংলাদেশের ব্যাটিং এবার বেশ ফর্মে। তানজিদ হাসান, লিটন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে রানের মধ্যে ছিলেন। অফস্পিনার মেহেদী হাসান তৃতীয় টি-টোযেন্টিতে ১১ রানে চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমারের ইকোনমি রেট ছিল ওভারপ্রতি ছয়।সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানে গিয়ে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। দুই দলের লড়াইয়ে ২২ ম্যাচে ১৯টি জিতে এগিয়ে পাকিস্তান।


বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।





    জনপ্রিয়

    সর্বশেষ