সোমবার, ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 21, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

মহেশপুর থেকে ভারতীয় নাগরিককে ফেরত নিলো বিএসএফ

Picture of the author

24 Bangladesh

১৯ জুলাই, ২০২৫ | 11:07 AM

Picture of the author

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক একজন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে ফেরত দিলো ৫৮-বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।


শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে মাঠে কৃষি কাজ করতে আসেন ভারতীয় নাগরিক মুন্নাফ মন্ডল। কিন্তু তিনি আর ফেরত না গেলে ভারতের ১৯৪ বিএসএফের ছুটিপুর ক্যাম্প কমান্ডার সজিব কুমার বাংলাদেশের ৫৮-বিজিবি লড়াইঘাট বিওপির কাছে একটি বার্তা পাঠায়।


বার্তা অনুয়ায়ী নদীয়া জেলার মাজদিয়া থানার ফতেপুর গ্রামের মুন্নাফ মন্ডলকে (৬০) মাঠ থেকে উদ্ধার করে বিজিবি। পরে শনিবার রাত ১টা ৪০ মিনিটের ৬১/১ পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয়।


বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন লড়াইঘাট বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম ও ভারতের পক্ষে ছিলেন ছুটিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সজিব কুমার।




    জনপ্রিয়

    সর্বশেষ