মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

Picture of the author

24 Bangladesh

২০ জুলাই, ২০২৫ | 9:38 AM

Picture of the author

গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার আরও কমপক্ষে ১১৬ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ৩৮ জন রাফার ত্রাণকেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিল। খবর আল জাজিরার।


গাজা শহরের আল-শিফা হাসপাতালে ৩৫ দিনের এক শিশুসহ আরও দুই ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছে। এক চিকিৎসক জানিয়েছেন, মার্কিন করদাতাদের সরবরাহকৃত কোটি কোটি টাকার অস্ত্র এবং সহায়তার মাধ্যমে গাজায় জোরপূর্বক ফিলিস্তিনিদের অনাহারে রাখায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের একটি মুসলিম গোষ্ঠী।


এদিকে তেল আবিবে হাজার হাজার মানুষ মিছিল করেছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজায় অবশিষ্ট প্রায় ৫০ জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।


২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে ৫৮ হাজার ৭৬৫ জন নিহত এবং ১ লাখ ৪০ হাজার ৪৮৫ জন আহত হয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ