বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

রাজনীতি

এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শামা ওবায়েদের

Picture of the author

24 Bangladesh

১৭ জুলাই, ২০২৫ | 6:09 AM

Picture of the author

গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।


গতকাল গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি ।


এতে তিনি বলেছেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর আবারো দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’


বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানোর পাশাপাশি তিনি গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন।


বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এ সংক্রান্ত বিবৃতি বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।


    জনপ্রিয়

    সর্বশেষ