সারাদেশ
24 Bangladesh
২৮ জুন, ২০২৫ | 9:41 AM
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ‘মাদক চোরাচালান নিয়ে বিরোধের’ জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন আরও এক যুবক।
শুক্রবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠে এ ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা।
নিহত মোহন আলী (২৫) উপজেলার জামালপুর গ্রামের প্রয়াত মদন মণ্ডলের ছেলে। আহত হৃদয় (২৪) একই গ্রামের মনসুর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হৃদয়, মোহন ও জনি ভারত সীমান্তবর্তী রামকৃষ্ণপুর থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন। পথে চার থেকে পাঁচজন মোটরসাইকেলের গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে তাদের ওপর হামলায় চালায়।
এতে মোহন ও হৃদয় গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান। আর পরিস্থিতি খারাপ দেখে জনি পালিয়ে যান। পরে হৃদয় ও মোহনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে মোহনের অবস্থার অবনতি হলে তাকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মোহন মারা যান।
ওসি নাজমুল হুদা বলেন, মাদক চোরাচালান নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে; তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।