বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

খেলা

লিটনের পর মুশফিকও আউট, বাংলাদেশের ৬ উইকেট নেই

Picture of the author

24 Bangladesh

২৫ জুন, ২০২৫ | 11:54 AM

Picture of the author

এর আগে এনামুল হক (০), সাদমান ইসলাম (৪৬), মুমিনুল হক (২১), নাজমুল হোসেন শান্ত (৮), লিটন দাস (৩৪) আউট হয়েছেন ।

কলম্বো টেস্টে বড়ো বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা অতিথিরা চা-বিরতির পরপরই হারিয়েছে মুশফিকুর রহিমকে।


অভিষিক্ত বা হাতি স্পিনার সোনাল দিনুশা বিরতির আগে আউট করেছিলেন লিটন দাসকে। তার বলেই স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হন গল টেস্টে সেঞ্চুরি করা মুশফিক। 


৭৫ বলে ৩৫ রান করে আউট হন মুশফিক। বাংলাদেশের সংগ্রহ তখন ১৬০। দলকে ভালো একটা একটা অবস্থানে নেওয়ার চ‍্যালেঞ্জ এখন মেহেদী হাসান মিরাজের কাঁধে। ক্রিজে তার সঙ্গী নাঈম হাসান। ব‍্যাটিং বাকি কেবল তাইজুল ইসলাম এবং দুই পেসার- ইবাদত হোসেন ও নাহিদ রানার।


এর আগে এনামুল হক (০), সাদমান ইসলাম (৪৬), মুমিনুল হক (২১), নাজমুল হোসেন শান্ত (৮), লিটন দাস (৩৪) আউট হয়েছেন । 

    জনপ্রিয়

    সর্বশেষ