জাতীয়
24 Bangladesh
১৭ জুলাই, ২০২৫ | 9:04 AM
অন্তর্বর্তীকালীন সরকার বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তার সঙ্গে দুজন অতিরিক্ত সচিব থাকবেন, একজন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং অপর সদস্য আইন ও বিচার মন্ত্রণালয়ের।
এ কমিটিকে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করতে এবং দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার সমুন্নত রাখা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনও বেআইনি কাজ, সহিংসতা এবং মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুসারে জবাবদিহি করা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেও জানানো হয়।