জাতীয়
24 Bangladesh
৫ আগস্ট, ২০২৫ | 9:13 AM
৫ আগষ্ট আপামর জনতার ৩৬ জুলাই স্বৈরাচার সরকার পালানোর প্রথম বছর পূর্তি অনুষ্ঠান মঙ্গলবার মানিক মিয়া এভিনিউয়ে। সকাল থেকেই বৈরি আবহাওয়া মাঝে মাঝে ঝড়ছে বৃষ্টি। টানা বৃষ্টি উপেক্ষা করাই বাড়ছে মানুষের ঢল। কানায় কানায় পূর্ণ মানিক মিয়া এভিনিউ।
নতুন প্রজন্মের সৃষ্টি নতুন বাংলাদেশ আজ যেন মহাসমারোহে হবে পালন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষ। বৃষ্টি যেন কোন বাধাই না তাদের কাছে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকারকর্মী, শ্রমিক, এবং প্রান্তিক মানুষেরা আসছেন আজ। বৃষ্টির মধ্যেও তাদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন তারা, যা জনতার মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে আসা রাসেল ইসলাম বলেন, বৃষ্টি আমাদের আটকাতে পারেনি। আমরা এখানে আমাদের নতুন স্বাধীনতা উপভোগ করতে একত্রিত হয়েছি। এই জনসমাগম আমাদের ঐক্যের প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বৃষ্টিতে ভিজে উৎসবমুখর পরিবেশ উপভোগ করছেন। যা এই আয়োজনকে আরও স্মরণীয় করে তুলেছে।