Logo
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 7, 2025
আজকের শিরোনাম:

লাইফস্টাইল

শুক্রবারের রাশিফল

Picture of the author

24 Bangladesh

১ আগস্ট, ২০২৫ | 5:24 AM

Picture of the author

মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : আজ আপনি পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখবেন। আপনি আপনার কাছের মানুষের আস্থা অর্জন করবেন। আপনি আপনার লক্ষ্যগুলি দ্রুত অর্জনের চেষ্টা করবেন। নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি। বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা। বাসায় অশুভ কিছু ঘটতে পারে।


বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : আজ কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। নিজের বাকপটুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন। জনহিতকর কাজে সুনাম পাবেন। আজ ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল। শরীরের উপর চাপ পড়তে পারে।


মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : আজ কোনও খারাপ খবর শুনতে পারেন। আপনি কোনও গুরুত্বপূর্ণ পদ হারাতে পারেন। আয় ভাল থাকলেও অভাব সহজে দূর হবে না। পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।


কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : আজ ভাগ্য আপনার সহায় হবে। গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর হবে। ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে তবে লাভও ভাল হবে। নতুন বন্ধুপ্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুজয়ে সক্ষম হবেন। কোনও কারণে সারা দিন ভয় কাজ করবে। সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে।


সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : আজ কর্মক্ষেত্রে শত্রু ও প্রতিপক্ষ থেকে সাবধান থাকুন। বাড়তি খরচ হতে পারে। পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। রক্তচাপ নিয়ে কষ্ট বাড়তে পারে।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : কর্মক্ষেত্রে আজ আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত আবেগের কারণে সহকর্মীরা সুযোগ নিতে পারে। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ নারী সহকর্মীর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। রক্তচাপ বাড়তে পারে।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক কাজে সক্রিয় থাকবেন। তবে প্রিয়জনের সাথে বিবাদ বাধতে পারে। কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে। ব্যয় বাড়বে ফলে বাড়তি খরচ থেকে সাবধান থাকুন। পায়ে ব্যথা হবৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : কর্মক্ষেত্রে আজ ব্যস্ততা বাড়বে। সারাদিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আর্থিক চাপ দেখা দিতে পারে।



ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : আজ মানসিক অস্থিরতার জন্য কাজে মন বসবে না। কারুর স্মৃতি মনে জেঁকে বসতে পারে। যার কারণে কর্মক্ষত্রে সমস্যা দেখা দিতে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। ঘর সাজানোর ইচ্ছা জাগবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। শারীরিক কষ্ট বাড়তে পারে।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : আজ জীবনের প্রতিশ্রুতি অনুভব করবেন। ব্যবসায় নতুন সহযোগীদের কারণে আপনি সুবিধা পাবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে সম্মান পাবেন। তবে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে।

কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : আজ সকাল থেকেই অহেতুক উত্তেজক পরিস্থিতি তৈরি হবে। কোনও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকবে। ব্যবসায় বাধার কারণে মন খারাপ থাকবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলাপ করার সুযোগ পাবেন। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : আজ কর্মক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যার কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। তবে সুযোগসন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল হবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন।






    জনপ্রিয়

    সর্বশেষ