আন্তর্জাতিক
24 Bangladesh
২৮ জুন, ২০২৫ | 10:20 AM
আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১৩ জন সেনা নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) এই হামলা হয়। স্থানীয় একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই সরকারি কর্মকর্তা জানান, সেনাবাহিনীর গাড়িবহরের মধ্যে একটি বিস্ফোরকবাহী গাড়ি ঢুকে পড়ে এবং ঢোকার প্রায় পরপরই ঘটে বিস্ফোরণ। এতে ১৩ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। নিতহদের সবাই সেনাবাহিনীর। আহতদের মধ্যে ১০ জন সামরিক বাকি ১৯ জন বেসামরিক। বিস্ফোরণে আশেপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।
খাইবার পাখতুনখোয়ায় নিযুক্ত একজন পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ফলে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।
পাকিস্তানভিত্তিক তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর উপশাখা হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। দুই গোষ্ঠীরই চূড়ান্ত লক্ষ্য খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা।