শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

পরিচালক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মানসী

Picture of the author

24 Bangladesh

২৪ জুলাই, ২০২৫ | 12:00 PM

Picture of the author

দেশীয় নাটকের অভিনেত্রী মানসী প্রকৃতি স্বামী নির্মাতা আদিবাসী মিজানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন। এক ফেসবুক পোস্টে মানসী লিখেছেন, ‘কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে একজন সন্তানের বাবাও হওয়ার যোগ্য নয়। একজন প্রেগনেন্ট স্ত্রীকে একা ঘরে রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খায়। এটা কোন ধরনের মানুষ।


তিনি আরও লেখেন, ‘ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। এই কথাটাই আবারও প্রমাণ করলি তুই। আল্লাহ, তুমি এর বিচার অবশ্যই করো।


এই প্রেক্ষিতে নির্মাতা মিজান মানসীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ। তুমি একটা মিথ্যুক।


মানসী ফেসবুকে আরেক পস্টে লেখেন, ‘আমি মেনে নিলাম আমি খারাপ। একটা বে**ও দিনশেষে একটা ভালো সংসার, ভালো স্বামী পেলে ভালো হয়ে যায়। আমি দিনশেষে সম্মান নিয়ে শান্তিমতো সংসারটা করতে চাইছিলাম। আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয়, তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাসব্যান্ডকে দিয়ে যাচ্ছি।


আল্লাহর কাছে আর আপনাদের কাছে বিচারের ভার দিয়ে যাচ্ছি। ও যেন ক্ষমা না পায়।’


মানসী প্রকৃতি ও আদিবাসী মিজানের সাংসারিক কলহ চরম পর্যায়ে। এরই এক পর্যায়ে অভিনেতা রওনক হাসান তাদের দুজনকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান। রওনক বলেন, ‘দোহাই লাগে তোমাদের কাছে, সংসারে সমস্যা থাকবেই। সমস্যাহীন মানুষ হয় না। পারিবারিক বিষয় পারিবারিক বা বন্ধুদের মাধ্যমে সমাধান করো। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নাও। বাজারে না ।ফেসবুক একটা বাজার। দোহাই লাগে, কামনা করি তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।’



    জনপ্রিয়

    সর্বশেষ