বিনোদন
24 Bangladesh
১৪ জুলাই, ২০২৫ | 8:17 AM
ক’দিন আগেই শানা যায়, একটি হলিউডভিত্তিক সিনেমায় অভিনয় করবেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। নির্মাতার পক্ষ থেকে বেশকিছু তথ্য পাওয়া গেলেও এ নিয়ে শাকিব খানের তরফ থেকে কোন ঘোষণা আসেনি।
এক একটি সিনেমার এক এক ধরণের প্রচার কৌশল থাকে। কোন কোন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরই তা হলফ করে প্রচার করা হয়, আবার কোন ছবির কাজ চুপিসারে শেষ করে তারপরও জানান দেন নির্মাতারা।
মিডিয়া পাড়ার গুঞ্জন উঠেছে, শাকিব খানের হলিউড প্রজেক্টের ক্ষেত্রেও বুঝি তাই হতে চলেছে। কারণ কোন ঘোষণা না দিয়েই তিনি হুট করে দেশ ছেড়েছেন।
গত শনিবার রাতের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। উড়োজাহাজের ভেতর থেকে একটি ছবি পোস্ট করে সে কথা জানিয়েছেন এই জনপ্রিয় তারকা। তবে সেই ছবির ক্যাপশন দেখেই গুঞ্জন চাউর হয়েছে যে, শাকিব খান তাহলে কী হলিউডের ছবিটা করতেই দেশ ছেড়েছেন। শাকিব ওই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাডভেঞ্চার শুরু হোক’।
ছবিতে দেখা যায়, অফ হোয়াইট টিশার্ট, গলায় ঝোলানো সানগ্লাস আর মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে উড়োজাহাজের জানালার পাশে বসে আছেন শাকিব খান।