Logo
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
আজকের শিরোনাম:

রাজনীতি

লাপাত্তা সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া

Picture of the author

24 Bangladesh

১৪ আগস্ট, ২০২৫ | 7:07 AM

Picture of the author

জনৈক হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে আমি কিছুই জানি না।


গতকাল বাংলাদেশের সাম্যবাদী দলের তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরেন। বৈঠক শেষে হারুন চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।


হারুন চৌধুরী বলেন, আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি। নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত। তিনি কোথায় আছেন সেই বিষয়ে আমরা কিছুই জানি না। তিনি দেশের বাইরে আছেন; নাকি আত্মগোপনে আছেন; সেটা আমরা বলতে পারছি না।


সিইসির কাছে দলের দাবি তুলে ধরার বিষয়ে উল্লেখ করে হারুন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন (বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী ঘোষণা) বন্ধ হতে হবে। সিইসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি। তিনি বলেন, প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। প্রতিটি প্রার্থী যেন সমান মর্যাদা পায় সেই দাবি জানিয়েছে তারা।


    জনপ্রিয়

    সর্বশেষ