বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

বিএনপি নেতার নামে রাজনৈতিক মামলা, তারেক রহমানের দৃষ্টি চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন

Picture of the author

24 Bangladesh

৭ জুলাই, ২০২৫ | 7:22 AM

Picture of the author

আমি একজন অবলা সাধারণ নারী। আমি আমার সন্তান-সন্ততি নিয়ে দিনাতিপাত করে আসতেছি। পুলিশের এমন হুমকি পেয়ে আমার বাচ্চাসহ আমি দারুন নিরাপত্তহীনতায় ভুগতেছি।

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি নেতা আব্দুল মতিন সরকার শিরিন ও বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখীর উপর মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশী হয়রানী বন্ধসহ নিরাপত্তার দাবীতে বিএনপি নেতা পাখীর স্ত্রী রেবিনা হোসেন সাংবাদিক সম্মেলন করেছেন। 


রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার বালাবাড়ি রেলস্টেশনের পাশে বিএনপি নেতা পাখীর বাড়িতে এ সাংবাদিক সম্মেলন করেন তার স্ত্রী।


সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির নেতার স্ত্রী রেবিনা হোসেন বলেন, আপনারা অবগত আছেন, ৩ জুলাই চিলমারী উপজেলা বিএনপি ৩০ সদস্যের একটি আহবায়ক কমিটি, কুড়িগ্রাম জেলা বিএনপি অনুমোদন দিয়েছেন। উক্ত কমিটিতে চিলমারী ছাত্রদলের রাজনীতি থেকে তিলে তিলে গড় ওঠা ও সাবেক যুবদল, চিলমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবেক মেধাবী ছাত্রনেতা আবু সাঈদ হোসেন (পাখি) সদ্যঘোষিত আহবায়ক কমিটি ৫নং যুগ্ম আহবায়ক হিসাবে কমিটি ঘোষনা করা হয়।

 উক্ত বিষয়কে কেন্দ্র করে গত ১৭ বৎসরের ত্যাগী ও বঞ্চিত বিএনপি নেতা-কর্মীরা পদ পদবী না পেয়ে ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ মিছিল করে। উক্ত প্রতিবাদ মিছিলে বর্তমান কমিটির আহবায়ক আব্দুল বারী সরকার ও সদস্য সচিব এর নেতৃত্বে পেটুয়া বাহিনী শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে মিথ্যা নাটক সাজিয়ে আমার স্বামীসহ ৪৪ জন নামধারী ও ৭০ জন অজ্ঞাত ব্যক্তির নামে চিলমারী থানায় গত ৪ জুলাই একটি মিথ্যা মামলা দায়ের করে ওই রাত্রেই চিলমারী থানার পুলিশ আমার বাড়ির চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে ফেলে মূলগেইট ভেঙ্গে আমার বাসায় প্রবেশ করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

তিনি আরও বলেন, আমি একজন অবলা সাধারণ নারী। আমি আমার সন্তান-সন্ততি নিয়ে দিনাতিপাত করে আসতেছি। পুলিশের এমন হুমকি পেয়ে আমার বাচ্চাসহ আমি দারুন নিরাপত্তহীনতায় ভুগতেছি। অপরদিকে আঃ বারী হানিফ গং এর নেতৃত্বে প্রতি রাতেই আমার বাড়ির চারিদিকে হুন্ডা মোহরা দেয় এবং চিৎকার করে বলে যে-কোন মহত্বে পাখির ছেলে-মেয়েকে অপহরণ করা হবে। আমি আমার স্বামীর পক্ষ নিয়ে একাধিকবার থানায় মামলা করতে গেলেও থানা পুলিশ আমার মামলা না নিয়ে উল্টো আমি, আমার স্বামী ও আমার লোকজনকে প্রতিনিয়ত পুলিশ হয়রানী করছে।


লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, আমার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী। সে কখনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। জেলা বিএনপি কিংবা কেন্দ্রীয় বিএনপি তথাকথিত মিথ্যা তদন্তের নাটক সাজিয়ে আবু সাঈদ হোসেন (পাখি) ও চিলমারী উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনকে দল হইতে অন্যায়ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে যাহা চিলমারী উপজেলা বিএনপি'তে ক্ষোভের সঞ্চয় সৃষ্টি হয়েছে। অনতি বিলম্বে এই অব্যাহতি প্রত্যাহার করে নিয়ে তাদেরকে পুণঃরায় যথাযথ মূল্যায়ন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সদয় দৃষ্টি কামনা করছি।তিনি আরো বলেন, আমার স্বামী আবু সাঈদ হোসেন (পাখি) ও চিলমারী উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন এর নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামী হয়ে নিজের বাবার সম্পদ বিক্রয় করে মামলা পরিচালনা করে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছিলেন। আমি এই হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে আমি আমার সন্তানদের নিরাপত্তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টসহ বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।


আর/



    জনপ্রিয়

    সর্বশেষ