বিনোদন
24 Bangladesh
২১ জুলাই, ২০২৫ | 12:37 PM
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে (বিকেল সাড়ে ৪টা পর্যন্ত)। আহত অবস্থায় অন্তত ৩০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। যে যেভাবে পারছেন এগিয়ে সবাইকে সহযোগিতার অহ্বান জানাচ্ছেন তারা।
চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
অপু বিশ্বাস লিখেছেন, আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‘ঢাকা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা। আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।’
নায়ক সিয়াম লিখেছেন, ‘মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজসহ উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে; রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান, প্লিজ!’
নায়ক ইমন লিখেছেন, ‘আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন। মাইলস্টোনে কলেজ চত্বরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুসহ সবাইকে রক্ষা করুণ।’
শোক প্রকাশ করে সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত কারো জন্য রক্তের প্রয়োজন হলে এই নাম্বারে মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন-01611989909।
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, ‘যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন, অনুগ্রহ করে তার বাবা-মাকে দ্রুত জানিয়ে দিন। শিশুটি বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (ধানমন্ডি) ভর্তি আছে।’
নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘ব্লাড ডোনার ভাই বোনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ এ চলে যান অনেক ছোট ছোট ছেলে মেয়েদের রক্ত লাগবে।’
সংগীতশিল্পী আতিয়া আনিসা লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রার্থনা।’