বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

প্রবাস

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন সম্পন্ন

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 8:46 AM

Picture of the author

আনন্দঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত নানা শ্রেণিপেশার বিশিষ্টজন ছাড়াও মৌলভীবাজার জেলার প্রবীণ ও নবীনসহ প্রচুর লোকের উপস্থিতিতে গত ১৯ জুন সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি সেন্টারে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন ২০২৫ সম্পন্ন হয়েছে।

আনন্দঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত নানা শ্রেণিপেশার বিশিষ্টজন ছাড়াও মৌলভীবাজার জেলার প্রবীণ ও নবীনসহ প্রচুর লোকের উপস্থিতিতে গত ১৯ জুন সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি সেন্টারে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন ২০২৫ সম্পন্ন হয়েছে।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর ইউনিটি অব মৌলভীবাজারের সভাপতি সৈয়দ শামীম ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় মূল অনুষ্ঠান শুরু হয়।

এতে অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খাঁন এমবিই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক কনভেনর, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, নিউহ্যাম কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার রিতা বেগম, মৌলভীবাজার কলেজের প্রাক্তন জি এস সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো-কনভেনর মসুদ আহমেদ, বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, ব্যবসায়ী আব্দুল জলিল আসদ্দর, আব্দুস সোবাহান সোহেল, অ্যাকাউন্ট্যান্ট আলী হায়দার রিপন, জয়নাল আবেদিন লেখন, মাসুম আহমেদ লিলু মিয়া, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফি কাদির, নুরুল ইসলাম, জামাল আহমেদ, এম এ সালাম, সাংবাদিক আজিজুল আম্বিয়া, সংগঠনের ফাউন্ডার্স প্রেসিডেন্ট আব্দুল মালিক ও ফাউন্ডার্স সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান কমরুসহ অন্যরা


    জনপ্রিয়

    সর্বশেষ