Logo
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
সোমবার, ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 11, 2025
আজকের শিরোনাম:

প্রবাস

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে কুয়েতে প্রতিবাদ সভা

Picture of the author

24 Bangladesh

৯ আগস্ট, ২০২৫ | 10:28 AM

Picture of the author

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীরা।


শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় দেশটির আব্বাসিয়ায় বাংলাদেশে সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আম্বিয়া খোকন ও আলাল আহমেদ অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন।


এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ,যমুনা টিভি প্রতিনিধি হেব্জু মিয়া, ৭১ টিভি প্রতিনিধি সাদেক রিপন, এসএ টিভি প্রতিনিধি সেলিম হাওলাদার, এশিয়ান টিভি প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেনসহ বাংলাদেশে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


সভায় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে রায় কার্যকর করা এবং পূর্বে সাগর রুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্য শেষ করার দাবি জানান কুয়েত প্রবাসী সাংবাদিকরা।


তারা আরও বলেন, পূর্বে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার তদন্তে বিলম্ব বিচারকাজ ধীরগতি কারণে অপরাধীদের সাহস দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন। সংবাদকর্মীদের ওপর হামলা এটা পুরো সমাজের জন্যই এক ভয়াবহ বার্তা।


বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর এ ধরনের হত্যাকাণ্ডের বিচারহীনতা দেশে মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। সভা শেষে নিহত আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






    জনপ্রিয়

    সর্বশেষ