Logo
শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 26, 2025
আজকের শিরোনাম:

রাজনীতি

সন্তানদের কবরে যেন আর কারও দাফন না হয়, বাবার আকুতি

Picture of the author

24 Bangladesh

২৫ জুলাই, ২০২৫ | 10:26 AM

Picture of the author

উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে যায় বিএনপির প্রতিনিধি দল।

নিহত নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারও কবর না দেওয়া হয়—সে বিষয়ে রিজভী আহমেদের কাছে দাবি জানান


নিহত শিশুদ্বয়ের বাবাকে সান্ত্বনা ও আশ্বাস দিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারও কবর দেওয়া না হয় সেই বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির প্রমুখ





    জনপ্রিয়

    সর্বশেষ