সারাদেশ
24 Bangladesh
৩০ জুলাই, ২০২৫ | 6:54 AM
ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় হামলার ঘটনায় যৌথ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে।
এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করলে গংগাচড়া মডেল থানার মামলা করা হয়।
এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বাড়িগুলোতে ২২টি পরিবার বসবাস করতো। ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটূক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট ৩টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।