ধর্ম
24 Bangladesh
১৭ জুলাই, ২০২৫ | 8:27 AM
বসনিয়া ও হার্জেগোভিনার ট্রেবিঞ্জে শহরের উপকণ্ঠে অবস্থিত কুতাইসি গ্রামের মুসলিমরা দীর্ঘ ৮০ বছরেরও বেশি সময় পর নিজেদের ঐতিহ্যবাহী মসজিদে আবারও নামাজ আদায়ের সুযোগ পেলেন। সম্প্রতি সংস্কার শেষে মসজিদটি আবার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সারায়েভো, মোস্তার, স্টোলাক, ডুব্রোভনিক, সিপ্লট, ক্যাপলজিনা, জাবলানিচিয়া, ভিসোকোসহ বিভিন্ন শহর থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লি ও ইসলামী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মীয় উচ্ছ্বাস ও ঐতিহাসিক গৌরবের অনুভূতি লক্ষ করা যায়।
প্রাচীন এই কুতাইসি মসজিদটি ১৯৪২ সাল থেকে অব্যবহৃত ছিল। সম্প্রতি ট্রেবিঞ্জে ইসলামিক কমিউনিটি কাউন্সিলের তত্ত্বাবধানে এটি সংস্কার করা হয়। এটি কাউন্সিল কর্তৃক সংস্কারপ্রাপ্ত একাদশ মসজিদ হিসেবে চিহ্নিত হয়েছে। মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেবিঞ্জে মসজিদের ইমাম শেখ হাফিজ সাদিক ফাজলাগিক উপস্থিত মুসল্লিদের প্রশংসা করে বলেন, ‘জুলাইয়ের এই প্রচণ্ড গরমেও আপনারা এখানে উপস্থিত হয়ে এই মুহূর্তের গুরুত্ব অনুধাবন করেছেন।
আপনাদের অনুভূতি ও সমর্থনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি জানান, ইসলামিক কমিউনিটি কাউন্সিল দীর্ঘ পাঁচ বছর ধরে কুতাইসি মসজিদের সংস্কার, প্রশাসনিক ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পন্ন করেছে। এটি সংস্কারপ্রাপ্ত মসজিদগুলোর একটি ধারাবাহিক অংশ। শেখ ফাজলাগিক ইসলামিক ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ওয়াকেফর এ উদ্যোগে সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করে বলেন, ‘আমরা ইসলামী পরিচয় সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গর্বিত উত্তরাধিকার পৌঁছে দিতে সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতার প্রত্যাশা করি।’
মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন ধর্মীয় কর্মকর্তা ও প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন বসনিয়া ও হার্জেগোভিনার ইসলামিক কমিউনিটির ওয়াক্ফ অধিদপ্তরের পরিচালক ড. সেনেদ জাজিমোভিচ, মোস্তারের মুফতি ড. সেলিম দেডোভিচ, মুসলিম স্কলারদের সমিতির সদস্যরা এবং ইসলামিক কমিউনিটির প্রেসিডেন্সির ধর্মবিষয়ক বিভাগ থেকে আসা প্রতিনিধিদল।