বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

ভেনিসের খালে মেহজাবীনের ক্ল্যাসিক পোজ

Picture of the author

24 Bangladesh

২৯ জুন, ২০২৫ | 1:23 PM

Picture of the author

তার সোশ্যাল মিডিয়া ঘাটলে এমন অনেক দেশের অনেক নান্দনিক জায়গার দারুণ দারুণ ছবি পাওয়া যাবে। তারই ধারাবাহিকতায় মেহজাবীন সর্বশেষ পোস্ট করেছেন ইতালির অন্যতম সুন্দর শহর ভেনিসের কিছু ছবি।

ঘুরতে ভীষণ পছন্দ করেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ইতালির ঐতিহ্যবাহী ভেনিস শহরের মনমুগ্ধকর একগুচ্ছ ছবি।


জটিল সব চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পছন্দ করেন মেহজাবীন। যা করতে গিয়ে তাকে অনেক সময় মানসিকভাবে প্রচণ্ড চাপ নিতে হয়। কোন কোন সময় কায়িক পরিশ্রম করতে হয় অনেক বেশি।


তাই সময় ও সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। এটাই তার মানসিক স্বাস্থ্যকে চাঙ্গা রাখার অন্যতম উপায়। একটি সুন্দর জায়গায় ঘুরে মনটাকে প্রফুল্ল করে দেশে ফেরেন এই তারকা। এরপর আবারও নতুন উদ্যমে নতুন চরিত্র নির্মাণে নিজেকে শতভাগ সমর্পণ করেন।


মেহজাবীন শুধু একা একাই সুন্দর জায়গাগুলো দেখেন না, খুব পরিকল্পিতভাবে সেসব জায়গায় নিজের ছবি তুলে তা ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তাতে ভক্তরা একইসঙ্গে প্রিয় তারকা এবং ওই জায়গার সৌন্দর্যকে ভিন্ন আঙ্গিকে দেখার সুযোগ পায়।


তার সোশ্যাল মিডিয়া ঘাটলে এমন অনেক দেশের অনেক নান্দনিক জায়গার দারুণ দারুণ ছবি পাওয়া যাবে। তারই ধারাবাহিকতায় মেহজাবীন সর্বশেষ পোস্ট করেছেন ইতালির অন্যতম সুন্দর শহর ভেনিসের কিছু ছবি।




    জনপ্রিয়

    সর্বশেষ