Logo
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
রবিবার, ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 27, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

Picture of the author

24 Bangladesh

২৪ জুলাই, ২০২৫ | 8:57 AM

Picture of the author

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহীর নিহতের আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্যের বরাতে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন।


এর আগে, বৃহস্পতিবার উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়। এখনও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিরূপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোনও সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী বিমান, যা পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন। রয়টার্স জানিয়েছে, যা সোভিয়েত যুগের তৈরি এবং প্রায় ৫০ বছর পুরনো। এর নিবন্ধন নম্বর অনুযায়ী ১৯৭৬ সালে তৈরি। প্লেনটির পোড়া ধ্বংসাবশেষ একটি পাহাড়ি বনভূমিতে দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। 

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া প্লেনটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা কজানা গেছে, Antonov An-24 মডেলের উড়োজাহাজ রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও রাশিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনার খবর রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে।রা হচ্ছে। 


    জনপ্রিয়

    সর্বশেষ