খেলা
24 Bangladesh
৩ আগস্ট, ২০২৫ | 8:10 AM
ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস–এ জন্ম নেয়া বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে কোনো বেসরকারি ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করা যাবে না—পিসিবির অনুমতি ছাড়া এমন দল গঠন করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
ডাব্লিউসিএল এর চলমান আসরে ভারতীয় খেলোয়াড়রা ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পিসিবির বোর্ড সভায় নেয়া হয় এই কঠোর সিদ্ধান্ত।
পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র টেলিকম এশিয়া স্পোর্টসকে জানিয়েছে, ‘দ্বিতীয়বার ভারতীয় খেলোয়াড়দের প্রত্যাখ্যান জাতীয় মর্যাদায় আঘাত। তাই ভবিষ্যতে যেন কেউ ‘পাকিস্তান’ নাম বাণিজ্যিকভাবে ব্যবহার না করতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বোর্ড জানিয়েছে, পিসিবি অনুমোদন ছাড়া পাকিস্তানের নাম ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের মুখোমুখি হতে হবে। ইতিমধ্যে কিছু নিম্নমানের বিদেশি লিগে—যেমন জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রে— পাকিস্তান নাম ব্যবহার করে দল গঠনের নজির পেয়েছে তারা।
পাকিস্তান সরকারের ক্রীড়াবিষয়ক সংস্থা আইপিসি থেকেও পিসিবিকে এ বিষয়ে সতর্ক অবস্থান নিতে বলা হয়েছে।
তবে চলমান ডব্লিউসিএল ফাইনালে ‘পাকিস্তান লিজেন্ডস’ দল অংশ নিতে পারবে। এটি এককালীন অনুমতি হিসেবে বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনুমতির সম্ভাবনা নেই বলেই বোঝা যাচ্ছে।
দেশের নাম ব্যবহার করার বিষয়টি কেবল আবেগ নয়, এটি সম্মান ও কূটনৈতিক গুরুত্ব বহন করে। তাই এবার পিসিবির কঠোর সিদ্ধান্ত ক্রিকেটের বাইরের বাস্তবতা বিবেচনায় সময়োচিত ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।