তথ্যপ্রযুক্তি
24 Bangladesh
৩ আগস্ট, ২০২৫ | 5:18 AM
অথেনটিকেটর অ্যাপের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ফিচার বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। এর ফলে মুছে যাবে অ্যাপে সংরক্ষিত সব পাসওয়ার্ড। এই সিদ্ধান্তের মাধ্যমে মাইক্রোসফট এখন পাসওয়ার্ডের পরিবর্তে আরও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা পাসকি এর দিকে এগিয়ে যাচ্ছে।
পাসকি ব্যবহারে আলাদা করে কোনো পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হয় না। এর বদলে স্মার্টফোন বা কম্পিউটারের বায়োমেট্রিক ফিচার—যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আইডি, পিন বা প্যাটার্ন দিয়েই অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।
এই পদ্ধতিতে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহৃত হয়। এর একটি অংশ নিরাপদভাবে সংরক্ষিত থাকে ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসে বা ক্লাউডে, আর অন্য অংশটি থাকে সংশ্লিষ্ট সার্ভিস বা অ্যাপের কাছে। ফলে পাসওয়ার্ড চুরি কিংবা ফিশিংয়ের ঝুঁকি অনেকটাই কমে যায়।
এই প্রযুক্তি পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি নিরাপদ। তবে এর একটি অসুবিধা হল প্রতিটি অ্যাপ বা ওয়েবসাইটের জন্য আলাদা করে পাসকি সেটআপ করতে হবে যা একাধিক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য কিছুটা ঝামেলার হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
অনলাইন নিরাপত্তা বাড়াতে মাইক্রোসফট পাসওয়ার্ড থেকে সরে পাসকির দিকে যাচ্ছে। কোম্পানিটি এক ব্লগ পোস্টে লিখেছে, ২০২৪ সালে প্রতি সেকেন্ডে গড়ে সাত হাজার পাসওয়ার্ড আক্রমণের শিকার হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।
মাইক্রোসফট বলেছে, “পাসওয়ার্ড বহু বছর ধরে ব্যবহার করা হলেও আশা করছি অনলাইনে এর রাজত্বের যুগ শেষ হতে চলেছে।”
খুব সহজ কিছু পদ্ধতির মাধ্যমে পাসকি সেটআপ করা যেতে পারে। অনেক ব্যবহারকারী গত কয়েক মাসে এটি সেটআপের জন্য একটি নির্দেশনা পেয়েছেন। যদি কেও না পেয়ে থাকেন, তাহলে অথেনটিকেটর অ্যাপটি খুলে নিজের অ্যাকাউন্টে গিয়ে ‘সেটআপ এ পাসকি’ অপশন সিলেক্ট করে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে তা সেটআপ করতে পারবেন।
১ অগাস্টের পর অথেনটিকেটর অ্যাপে সংরক্ষিত সব পাসওয়ার্ড মুছে যাবে। তবে ব্যবহারকারীর পুরোনো পাসওয়ার্ডগুলো মাইক্রোসফট অ্যাকাউন্টে সিঙ্কড অবস্থায় থাকবে। সেগুলো দেখতে হলে ব্যবহারকারীর ডিভাইসে মাইক্রোসফট এজ ব্রাউজার ইনস্টল করে লগইন করতে হবে।
আইওএস ব্যবহারকারীরা সেটিংস > জেনারেল > অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড এ গিয়ে এজ চালু করতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সেটিং > জেনারেল ম্যানেজমেন্ট > পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল > অটোফিল সার্ভিস এ গিয়ে এজ বাছাই করতে হবে। আর ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারকারীরা এজ খুলে সেটিং > প্রোফাইল > পাসওয়ার্ড এ যেতে পারবেন। এখান থেকে অটোফিল চালু করা ও নতুন পাসওয়ার্ড সেইভ করার অপশন পাওয়া যাবে।
যদি অন্য কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে চান, তাহলে অথেনটিকেটর থেকে পাসওয়ার্ড এক্সপোর্ট করাও সম্ভব। এজন্য অ্যাপটি খুলে সেটিং > এক্সপোর্ট পাসওয়ার্ড এ যেতে হবে।
ফলে একটি এক্সপোর্ট ফাইল তৈরি হবে যার মধ্যে সব ডেটা থাকবে। বেশিরভাগ পাসওয়ার্ড ম্যানেজার, ব্রাউজারের বিল্ট-ইন ম্যানেজার কিংবা অ্যাপল ও অ্যান্ড্রয়েডের নিজস্ব কিরিং অ্যাপগুলো এই ফাইল ইমপোর্ট করার সুযোগ দেয়।
অথেনটিকেটর অ্যাপ আর পাসওয়ার্ড ম্যানেজ করবে না, তবে এটি এখনও মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন, ওয়ান-টাইম পাসওয়ার্ড এবং পাসকি সাপোর্ট করা সার্ভিসে ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডির মতো বায়োমেট্রিক লগইনের জন্য ব্যবহার করা যাবে। এখন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ও অটোফিল ফিচারগুলো মাইক্রোসফট এজ ব্রাউজারে স্থানান্তর করা হয়েছে।
তবে মনে রাখতে হবে, সব ওয়েবসাইট ও অ্যাপ এখনও পাসকি ব্যবহার শুরু করেনি। তাই অনেক জায়গায় এখনও আগের মতো পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এই পরিবর্তনের আগে নিজেদের অ্যাকাউন্টের তথ্য নিরাপদ করে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের।