বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

সারাদেশ

সৎ মায়ের ঘরে মিললো শিশুর বস্তাবন্দী মরদেহ

Picture of the author

24 Bangladesh

১৪ জুলাই, ২০২৫ | 6:37 AM

Picture of the author

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হাজেরা খাতুন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শিশুটিকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে।



রোববার (১৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুঠিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার সকালে মরদেহের ময়নাতদন্তের কথা রয়েছে।


নিহত হাজেরা খাতুন ওই গ্রামের হারুন অর রশীদের মেয়ে এবং কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির স্বজনেরা জানান, রোববার দুপুরে স্কুল থেকে ফিরে হাজেরা সৎ মায়ের কাছে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সন্ধ্যার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের ভেতরে একটি বালতির মধ্যে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ওই সময় ঘরে তালা ঝুলছিল, সৎ মা ছিলেন না।


সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, শিশুটির মরদেহ বস্তাবন্দী অবস্থায় একটি বালতির মধ্যে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে বা বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।





    জনপ্রিয়

    সর্বশেষ