Logo
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
শুক্রবার, ৩১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 15, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Picture of the author

24 Bangladesh

১৩ আগস্ট, ২০২৫ | 2:09 PM

Picture of the author

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘পথ হারিয়ে ফেলেছেন’ বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন।


বুধবার ওয়েলিংটন থেকে ফরাসি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করছেন বলেও অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী লুক্সন বলেন, ‘গাজায় যা ঘটছে তা একেবারেই, একেবারেই ভয়াবহ।’

লুক্সন অস্বাভাবিকভাবে স্পষ্টবাদী হয়ে বলেন, ‘নেতানিয়াহু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় তিনি পথ হারিয়ে ফেলেছেন।’

তিনি বলেন, ‘নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা একেবারেই অগ্রহণযোগ্য।’

এদিকে, যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক আহ্বান বাড়লেও, নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটিই ‘যুদ্ধ শেষ করার সেরা উপায়।’

জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। কারণ, ইসরায়েল সেখানে মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

এই যুদ্ধের কারণে ইসরায়েল সমালোচনার মুখে পড়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। 

সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারাও অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, ‘নিউজিল্যান্ড কিছুদিন ধরেই স্পষ্ট করেছে যে, ফিলিস্তিনি রাষ্ট্রকে আমরা স্বীকৃতি দেব কিনা তা নয়, বরং কবে দেব সেটাই মূল বিষয়।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এবং যদি দেয়, তাহলে কখন ও কীভাবে দেবে, সে বিষয়ে মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধন্ত নেবে।’


সূত্র : এএফপি ও রয়টার্স 

    জনপ্রিয়

    সর্বশেষ