খেলা
24 Bangladesh
২৯ জুন, ২০২৫ | 12:17 PM
লিওনেল মেসি আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালের ৮ আগস্ট। প্রায় চার বছর হতে চললেও এখনো ‘অর্থনৈতিক সম্পর্ক’ চোকেনি দুই পক্ষের। এখনো বার্সেলোনার কাছে টাকা পান মেসি।
দীর্ঘ সময় পর অবশেষে সেই বকেয়া বেতন পেতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আগামীকাল ৩০ জুন বার্সেলোনা মেসিকে তাঁর বেতনের শেষ কিস্তি পরিশোধ করবে। খবরটি দিয়েছে বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম কিউলম্যানিয়া।
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা মেসি ক্লাবটির মূল দলের হয়ে ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন। বার্সেলোনা আর্থিক কারণ দেখিয়ে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন না করলে অনিচ্ছা সত্ত্বেও ক্লাব ছাড়তে হয় মেসিকে। এর আগে ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে অন্য অনেক ক্লাবের মতো বার্সেলোনাও ক্ষতিগ্রস্ত হয়।
সেই সময় নিজের বেতনের একটি অংশ স্থগিত রাখতে রাজি হন মেসি। বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ঘুরে মেসি এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে থিতু হয়েছেন। বার্সেলোনাও কিস্তিতে তাঁর বকেয়া পরিশোধ করে গেছে। এখন বাকি আছে ৫৯.৫০ লাখ ইউরো।
কিউলম্যানিয়া জানিয়েছে, সোমবার মেসিকে তাঁর বকেয়া বেতনের শেষ কিস্তি পাঠাবে বার্সেলোনা। ২০২৪–২৫ অর্থবছরের শেষ দিনে মেসির প্রতি ক্লাবের আর্থিক দায় চূড়ান্তভাবে শেষ হবে।
শুধু মেসি নন, বার্সেলোনার কাছ থেকে বকেয়া পাওনা আছে সের্হিও বুসকেতস এবং জর্দি আলবারও। মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলা এই দুই ডিফেন্ডারের বকেয়াও করোনা মহামারির সময়ের। বুসকেতস পাবেন ১১.৮ লাখ আর আলবা ৯.৪৩ লাখ ইউরো। এ দুজনের বকেয়াও আগামীকাল শোধ করা হবে।
করোনার সময় বেতনের অংশ স্থগিত করা পেদ্রি (৭.৫৭ লাখ), রোনালদ আরাউহো (৪.২৯ লাখ) এখনো বার্সায় আছেন। বকেয়া বেতন দেওয়া হবে তাঁদেরও। করোনার সময় এবং এখনো দলে থাকা মার্ক–আন্দ্রে টের স্টেগান ও ফ্রেঙ্কি ডি ইয়ং বেতন স্থগিতে রাজি ছিলেন না। পরিবর্তে চুক্তি নবায়ন করেছিলেন তাঁরা।