রাজনীতি
24 Bangladesh
২০ জুলাই, ২০২৫ | 10:03 AM
অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই জাতীয় নগারিক পার্টির (এনসিপি) প্রত্যাশা বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২০ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রাঙামাটিতে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এই কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, যে বাংলাদেশে সব ধর্ম, জনগোষ্ঠি ও সম্প্রদায় আমরা একসঙ্গে মর্যাদা নিয়ে সম নাগরিক হিসেবে বসবাস করতে পারবো। সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই।
নাহিদ ইসলাম আরও বলেন, গত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল। এর অন্যতম শিকার পার্বত্য চট্টগ্রাম। নানা অশান্তি, নানা বিভাজন জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এই তৃতীয় পক্ষকে আর সুবিধা নেওয়ার সুযোগ দেবো না।