বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

‘এই ধাক্কা সামলানো কঠিন, তবে হাল ছাড়ব না’

Picture of the author

24 Bangladesh

১১ জুলাই, ২০২৫ | 8:18 AM

Picture of the author

ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য কানাডায় ক্যাফে উদ্বোধন করেছিলেন। যার তত্ত্বাবধানে রয়েছেন কপিলের স্ত্রী গিনি। আর ক্যাফে খোলার পরে হামলা করা হয়। 


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে এই ঘটনায় ভেঙে পড়েছেন কপিল শর্মার ক্যাফের টিম। এক বিবৃতি জারি করে তাদের তরফে বলা হয়েছে, ‘এখনও ধাক্কা সামলে উঠতে পারিনি, তবে হাল ছাড়ছি না।’

হামলার বিষয়ে হরজিৎ সিংহ লাড্ডির মন্তব্য, ‘সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল যার কারণে এই হামলা। এটা শুধু সাবধানবাণী।’ 


এরপরই কপিলের টিমের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘আমরা ক্যাপস ক্যাফে খুলেছিলাম গরম কফির সঙ্গে উষ্ণ অভ্যর্থনা পরিবেশন করব বলে। আশা ছিল বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মধ্য দিয়ে আমাদের বিদেশি পরিবারের সকলকে নিয়ে একটা জমাটি আড্ডা হবে।


‘আমরা স্বপ্ন দেখেছিলাম, এই ক্যাফে আগত অতিথিদের জীবনে আনন্দঘন মুহূর্ত তৈরি করবে। কিন্তু এহেন হিংসামূলক ঘটনা ঘটিয়ে আমাদের এই স্বপ্নভঙ্গ করা ভীষণই হৃদয়বিদারক। আমরা এখনও ধাক্কা সামলে যাচ্ছি, তবে হাল ছাড়ছি না।’

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার রাতে হঠাৎ একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফে লক্ষ করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে এই হামলার পর কানাডার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। 




    জনপ্রিয়

    সর্বশেষ