বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

লাইফস্টাইল

বর্ষায় ছাদ বাগানের যত্ন

Picture of the author

24 Bangladesh

২৯ জুন, ২০২৫ | 9:34 AM

Picture of the author

গাছের জন্য বৃষ্টি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত পানি জমে যাওয়া কিন্তু বিপদের কারণ হতে পারে। গাছের গোড়ায় পানি জমলে গাছ মারাও যেতে পারে। জেনে নিন পাঁচটি জরুরি কৌশল।


গাছের জন্য বৃষ্টি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত পানি জমে যাওয়া কিন্তু বিপদের কারণ হতে পারে। গাছের গোড়ায় পানি জমলে গাছ মারাও যেতে পারে। জেনে নিন পাঁচটি জরুরি কৌশল।


১. টবের অবস্থান ও ছাদ পরিষ্কার রাখা

ছাদের প্রাচীর থেকে টবগুলোকে কয়েক ইঞ্চি দূরে রাখুন। একই সঙ্গে প্রতিটি টবের মাঝেও কিছুটা ফাঁক রাখা জরুরি। এতে বৃষ্টির পানি জমে থাকবে না, সহজেই গড়িয়ে বেরিয়ে যাবে। ছাদে পানি জমলে বাড়ির ক্ষতি হতে পারে, তাই এই বিষয়টিও নজরে রাখা প্রয়োজন। অনেক সময় গাছের পাতা ঝরে, বা বৃষ্টির পানে মাটি ধুয়ে ছাদের নর্দমার মুখ বন্ধ হয়ে যায়। তাই নিয়মিত ছাদ পরিষ্কার করা অত্যন্ত জরুরি।


২. পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুন

গাছের গোড়ায় পানি জমা অত্যন্ত ক্ষতিকর। প্রবল বৃষ্টির পর সম্ভব হলে টবে জমে থাকা অতিরিক্ত পানি ফেলে দিন। একই সঙ্গে টবের পানি নিষ্কাশন ব্যবস্থার দিকেও খেয়াল রাখা প্রয়োজন। টবের নিচের ছিদ্র মাটিতে বুঁজে গেছে কিনা, তা নিয়মিত দেখে নিন। মাঝেমধ্যে টবের মাটি আলগা করে দেওয়াও গাছের জন্য উপকারী

৩. সারের ব্যবহার ও পানের পরিমাণ

বর্ষাকালে সাধারণত গাছের সারের প্রয়োজন হয় না। সার দেওয়ার জন্য সেপ্টেম্বর বা অক্টোবর মাসই উপযুক্ত। তবে, ঘরে রাখা ইনডোর প্ল্যান্টে সার দিতে পারেন। গাছে পানি দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন বুঝে পরিমাণ নির্ধারণ করুন, অতিরিক্ত পানি গাছের ক্ষতি করতে পারে।

৪. হলুদ পাতা ও মাটি পরিবর্তন

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় অনেক গাছের পাতা হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। টবের মাটিতে পানি জমে থাকলে এমনটা হতে পারে। তাই পানি নিষ্কাশন ব্যবস্থায় জোর দিতে হবে। যে গাছের এমন সমস্যা হচ্ছে, সেই গাছের মাটি নতুন করে তৈরি করতে পারেন। মাটিতে বালি মেশানো থাকলে সাধারণত পানি দ্রুত বেরিয়ে যায়, যা গাছের জন্য ভাল।

৫. পোকা ও ছত্রাক দমন

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ছত্রাক ও পোকার আক্রমণ বেশি হয়। একটি গাছে পোকা হলে দ্রুত তা অন্য গাছে ছড়িয়ে পড়তে পারে। কোনো গাছে এমন সমস্যা দেখা দিলে সেটিকে প্রথমেই আশপাশের গাছ থেকে সরিয়ে নিন। এরপর পানের সাথে নিমতেল মিশিয়ে স্প্রে করুন। সুস্থ গাছেও মাঝেমধ্যে এটি স্প্রে করলে পোকা বা ছত্রাকের আক্রমণ এড়ানো যেতে পারে।



    জনপ্রিয়

    সর্বশেষ