বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

অর্থনীতি

‘ডোনাল ট্রাম্পের শুল্কনীতি পোশাক শিল্পের জন্য মরণফাঁদ’

Picture of the author

24 Bangladesh

২৭ জুন, ২০২৫ | 11:30 AM

Picture of the author

ডোনাল ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য মরণফাঁদ বলে অভিযোগ করেছেন এই শিল্পের শ্রমিকরা। একই সঙ্গে তারা মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যর শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করেছেন।

ডোনাল ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য মরণফাঁদ বলে অভিযোগ করেছেন এই শিল্পের শ্রমিকরা। একই সঙ্গে তারা মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যর শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করেছেন।


শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদী মানববন্ধনে তারা এই দাবি জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের প্রধান এবং একমাত্র শিল্প, যা দেশের ৮৪ শতাংশ রপ্তানি কাভার (পূরণ) করে। এই সেক্টরে কাজ করেন ৪০ লাখ শ্রমিক, যাদের অধিকাংশই নারী এবং গ্রাম থেকে আসা স্বল্পশিক্ষিত পুরুষ। পুঁজিবিহীন গরিব মানুষের একমাত্র উর্পাজনের মাধ্যম এই পোশাক খাত।

বক্তারা ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য মরণফাঁদ উল্লেখ করে মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেস্টস পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকারের দাবি জানান।

কর্মসূচি থেকে তারা মার্কিন বাজারে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের শুল্ক এবং কোটামুক্ত সুবিধার দাবিতে আগামী ১৫ জুলাই মার্কিন দূতাবাসে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, আইনবিষয়ক সম্পাদক রবিউল চৌধুরী, সিবিএ সম্পাদক মো. কাশেম, কোষাধ্যক্ষ মনিরা মুন্নি, মো. সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।




    জনপ্রিয়

    সর্বশেষ