প্রবাস
24 Bangladesh
৫ জুলাই, ২০২৫ | 2:20 PM
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, আইএস এর সঙ্গে জড়ির বাংলাদেশির সংখ্যা ১০০ থেকে ১৫০ জন। তাদের লক্ষ্য ছিল মালয়েশিয়ায় এবং বাংলাদেশে ইসলামিক স্টেটের মতাদর্শ ছড়িয়ে দেওয়া।
শনিবার (৫ জুলাই) স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশকে পূর্ণ সহযোগিতা করব।
বুকিত আমান স্পেশাল ব্রাঞ্চের পরিচালক দাতুক আহমেদ রমজান দাউদ বলেন, বাংলাদেশিদের মধ্যে চরমপন্থী বিশ্বাস ও মতাদর্শ ছড়িয়ে দেওয়া উগ্রপন্থী জঙ্গীদের কার্যক্রম সফলভাবে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, গত এপ্রিল মাস থেকে পুলিশ এই গোষ্ঠীকে আটক করার জন্য কাজ করছিল। তবে এখনো এই আটককৃতদের সকল জঙ্গি উপাদান সনাক্ত করা সম্ভব হয়নি। সাবাহ পুলিশ সদর দপ্তরে ৭৮তম বেসিক পুলিশ প্রশিক্ষণ কর্মসূচির স্নাতক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই আটককৃত বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সদস্য নিয়োগ এবং চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করছিল। এদের কয়েকজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ দেয়া হয়। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরবে উগ্রপন্থী বিশ্বাস ছড়িয়ে দেওয়া হয়।
তিনি বলেন, প্রযুক্তি এবং সাইবার পর্যবেক্ষণের ক্ষেত্রে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে এই ধরনের কার্যকলাপ আগে থেকেই সনাক্ত করা যায়।
তিনি আরও বলেন, যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন বিদেশী জঙ্গিদের জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে।
মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা কারখানা, পেট্রোল স্টেশন এবং নির্মাণ শিল্পে কাজ করতেন এবং তাদের সহকর্মীসহ অন্যান্যদের নিয়োগের জন্য তৎপর ছিলেন।