মঙ্গলবার, ৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 22, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

স্ট্রবেরি বাগানে মেহজাবীন

Picture of the author

24 Bangladesh

১৯ জুলাই, ২০২৫ | 12:44 PM

Picture of the author

আজ দুপুরে একগুচ্ছ ছবি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘যদি কখনো শোনেন এখানে একেবারে চলে গেছি, অবাক হবেন না।’ জায়গাটির সৌন্দর্য বোঝাতেই যে তিনি এমনটা লিখেছেন বলাই বাহুল্য।

তাঁর নতুন পোস্ট করা ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরারা। অনেকে আবার স্ট্রবেরির সঙ্গে মিলিয়ে তাঁর পোশাকের প্রশংসা করেছেন।


এসব ছবিতে মেহজাবীনকে নানা ভঙ্গিতে ছবির জন্য পোজ দিতে দেখা গেছে।


কেবল ঘোরাঘুরি আর ছবিই তোলেননি, মেহজাবীন কিছু স্ট্রেবেরি সংগ্রহও করেছেন।


অনেক দিন ধরেই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। বলেছিলেন, মানসম্পন্ন চিত্রনাট্য না হলে ছোট পর্দায় কাজ করতে চান না। এবারের ঈদে মেহজাবীন অভিনেত্রী কোনো নাটক আসেনি।


পর্দায় মেহজাবীনকে সব শেষ দেখা গেছে শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’ সিনেমায়। গত বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির জন্য প্রশংসিত হয়েছেন তিনি।


আগে মুক্তি পেলেও এটি মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। তাঁর প্রথম সিনেমা ‘সাবা’। 

    জনপ্রিয়

    সর্বশেষ