বৃহস্পতিবার, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / July 17, 2025
Logo
আজকের শিরোনাম:

বিনোদন

নিজেই জানালেন, মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সালমান

Picture of the author

24 Bangladesh

২৩ জুন, ২০২৫ | 7:46 AM

Picture of the author

দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। কিন্তু সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেননি। বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম কাজ করে চলেছেন তিনি। কাপিল শর্মার কমেডি শো-এর নতুন সিজনের প্রথম পর্বে এসে নিজেই এসব কথা জানালেন সালমান খান।

দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। কিন্তু সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেননি। বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম কাজ করে চলেছেন তিনি। কাপিল শর্মার কমেডি শো-এর নতুন সিজনের প্রথম পর্বে এসে নিজেই এসব কথা জানালেন সালমান খান।


অভিনেতা ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম, এভি ম্যালফরমেশনের মতো রোগে বহু বছর ধরে ভুগছেন।


দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। কিন্তু সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেননি। বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম কাজ করে চলেছেন তিনি। কাপিল শর্মার কমেডি শো-এর নতুন সিজনের প্রথম পর্বে এসে নিজেই এসব কথা জানালেন সালমান খান।

সালমান জানান, তার জীবনে এমন নানা রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরও শারীরিক জটিলতা বেড়ে যায় বলেও জানান অভিনেতা।


২০১৭ সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সালমান। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজিজ’ নামেও পরিচিত। এই অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছায়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম এই রোগের। মূলত রোগীর মুখমণ্ডলে এই যন্ত্রণা হয়ে থাকে বলে জানা যায়। অ্যানিউরিজম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্যদিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্কসহ শরীরের নানা জায়গায় এই অসুখ হতে পারে।



    জনপ্রিয়

    সর্বশেষ