Logo
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
রবিবার, ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ / August 10, 2025
আজকের শিরোনাম:

আন্তর্জাতিক

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবি, নিহত ৬৮

Picture of the author

24 Bangladesh

৪ আগস্ট, ২০২৫ | 4:51 AM

Picture of the author

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসী সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা


ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান আবদুসত্তার ইসোয়েভ এপিকে বলেন, রোববার নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে প্রায় ১৫৪ জন ইউথোপিয়ান ছিল।


তিনি বলেন, মাত্রা ১২ জন মানুষ জাহাজের একটি ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরে বেঁচে ছিলেন। এছাড়া ৫৪ জনের মরদেহ কানফার জেলায় ভেসে আছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় তারা ৫৪ জন নিহতের তথ্য পেয়েছে।


ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানিয়েছেন, নিহতদের শাকরা শহরে দাফনের ব্যবস্থা করা হবে। এছাড়া যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে।


আফ্রিকা থেকে সমুদ্র পথে ইয়েমেনে প্রবেশের পথ রয়েছে। তবে অনেক সময়ই সমুদ্রের ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অনেকের সলিল সমাধি ঘটে।

আইএমও জানিয়েছে, ২০২৪ সালে ইয়েমেনে প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী আশ্রয় নেয়। এর আগের বছর আশ্রয় নেন প্রায় ৯৭ হাজার ২০০ জন।





    জনপ্রিয়

    সর্বশেষ